৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার।
মোঃইমদাদুল হক মিলনঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।
গ্রেফতারকৃতরা হলো- জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), মোঃ ইউসুফ আলী (৩২), মো: মিরাজ মোল্লা(৩৫), সাইফুল ইসলাম (৩৮), মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), মোছাঃ রাবেয়া (৬০)। অভিযানের সময় দুইজন পালিয়ে যায়। পলাতকরা হলো- ফারুক আহমদ (৩৫) ও মিলি বেগম (৪০)।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫০ ঘটিকা হতে রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে হতে একজন এবং যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে হতে পাঁচজনসহ মোট ছয়জন আসামী গ্রেফতার করে ডিবির টিমটি।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।