৫৮৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার।

0
14

৫৮৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৫৮৩০০ পিছ ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতরা হলো-  মোঃ ইব্রাহীম (৪৪) ও  মোঃ নুর কামাল (০৮)।

শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪  দুপুর ১২:০৫ ঘটিকায় কদমতলী থানাধীন কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কদমতলী থানা এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পূর্বের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিমটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারটিকে আটক করা হয়। এসময় গাড়ীটির চালকের আসনে ছিল মোঃ ইব্রাহীম এবং যাত্রীর আসনে ছিল মোঃ নুর কামাল। এসময় গাড়ীটি তল্লাশি করে তাদের হেফাজত হতে মোট ৫৮,৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here