৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার।

0
12

৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ মধ্যরাতে শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজা মোল্লা (৩০) ও  মোঃ ওমর ফারুক (২৩)।

শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪  রাত ০১:৫৫ ঘটিকায় শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ডিবি-উত্তরা সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিলো যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকার সময় কাভার্ড ভ্যানটি শ্যামলী টিবি হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য নয় লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here