১০ সাংগঠনিক বিভাগের নেতাদের কেন্দ্রীয় প্রশিক্ষণের আওতায় আনবে বিএনপি।
বাংলাদেশ বর্তমান সময়ঃ আজ বুধবার (১৩ নভেম্বর) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ডক্টর আব্দুল মঈন খান এর সভাপতিত্বে কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এ বি এম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহানা আক্তার রানু, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
সভায় বিএনপির ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠানের জন্য নিম্নোক্ত তারিখ নির্ধারণ করা হয়।
বিভাগওয়ারী প্রশিক্ষণের তারিখ হলো- ১৯ নভেম্বর- ঢাকা বিভাগ, ২৩ নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা বিভাগ, ৩০ নভেম্বর সিলেট বিভাগ, ০২ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগ, ০৭ ডিসেম্বর রংপুর ও বরিশাল, ২১ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লা।