৪ উপদেষ্টাকে এখানে এসে সমস্যার সমাধান দিতে হবে।
বাংলাদেশ বর্তমান সময়ঃ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতরা।
আহতদের দাবি-দাওয়া শুনতে বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন খুরশিদকে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।
এরইমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেখানে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। বিক্ষোভকারীরা তাকে বলেন, এই ৪ উপদেষ্টাকে এখানে এসে সমস্যার সমাধান দিতে হবে। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে যান। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখেন। তবে তৃতীয় তলায় আন্দোলনে আহতদের তিনি দেখতে যাননি। এ ঘটনায় আহতরা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দেন। পরিস্থিতি বেগতিক দেখে স্বাস্থ্য উপদেষ্টা ব্রিটিশ হাইকমিশনারের গাড়িতে উঠে হাসপাতাল ত্যাগ করেন।
পরে দুপুর ১টার দিকে নিটোরের সামনের রাস্তা বন্ধ করেন আহতরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা ধরে তারা রাস্তায় অবস্থান করছেন। আগারগাঁও থেকে শ্যামলী ও শ্যামলী-আগারগাঁও উভয়মুখী সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে তারা অবস্থান নিয়েছেন। ফলে এ সড়কের নিটোরের অংশ দিয়ে জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না।