পেটের মধ্যে ৮টি স্বর্ণের বার, খুলনায় যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

0
19

পেটের মধ্যে ৮টি স্বর্ণের বার, খুলনায় যুবক গ্রেপ্তার করেছে পুলিশ।

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনায় ৮ পিচ স্বর্ণের বারসহ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ১৩ নভেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আব্দুল আওয়াল (৩৬) তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের জনৈক খলিলুর রহমানের পুত্র।

লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোষ্ট বসান।

তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আবদুল আউয়ালকে আটক করেন। কিন্তু থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here