কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

0
21

কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ১৪ নভেম্বর  সকালে খালিশপুরস্থ পুলিশ অফিসার্স মেসে কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার  মোঃ জুলফিকার আলী হায়দার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিনান্স)  আবু রায়হান মোহাম্মদ সালেহ।

সভায় অক্টোবর ২০২৪ মাসের মাদক ও অস্ত্র উদ্ধার এবং চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ইত্যাদি ধরনের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নগরীতে যাত্রী সেজে ভাড়া করা ইজিবাইক/অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে চালককে মারধর কিংবা হত্যার মতো ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

অত:পর কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  মোল্লা জাহাঙ্গীর হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে; ডেপুটি পুলিশ কমিশনার (সদর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত  রাশিদা বেগম, পিপিএম-সেবাকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ হিসেবে; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি)  মোঃ কামরুল ইসলামকে এআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টর্স, ঢাকা হিসেবে এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ লাবীব আবদুল্লাহকে সীতাকুন্ডু সার্কেল, চট্রগ্রাম হিসেবে বদলী হওয়ায় পুলিশ কমিশনার  তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। তিনি পরবর্তী কর্মস্থলে তাদেরকে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।

অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স)  আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যদার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here