গাড়ির মাল খালাসের কোন রেকর্ড পাওয়া যায় নাই।
বাংলাদেশ বর্তমান সময়ঃ যে গাড়ি হাসনাত আর সার্জিসকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, সেই গাড়ির মালিক জুলাই গণহত্যার আসামী।
আটকের পর ড্রাইভার দাবি করেছে যে সে মাল খালাস করতে আসছে, বাট ফ্যাক্ট ইজ, ২৪ তারিখের পর এই গাড়ির মাল খালাসের কোন রেকর্ড পাওয়া যায় নাই।
এর অর্থ, এই গাড়িটা ওদের চাপা দেওয়ার জন্যই ডেডিকেটেড করা হয়েছিলো।
আওয়ামীলীগকে যারা ক্ষমা করতে চান, আওয়ামীলীগের যারা রাজনৈতিক অধিকার চান, আওয়ামীলীগকে যারা ভালোবাসা দিয়ে ভালো করে ফেলতে চান, তারা এখন কী বলবেন?