কেএমপি’তে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনঃ

0
22

কেএমপি’তে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজ ২৯ নভেম্বর বিকালে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাঠে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোঃ জুলফিকার আলী হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হয়। এক্ষেত্রে খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা আমাদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দৈহিক বিকাশ ঘটায়।

পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে তিনি ক্রিকেটের পাশাপাশি ফুটবল, ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here