বরিশালে আনন্দ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত বিএনপি নেতারা।

0
18

বরিশালে আনন্দ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত বিএনপি নেতারা।

বাংলাদেশ বর্তমান সময়ঃ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত বিএনপি নেতারা।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ কয়েকজন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, সদস্য আফম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু।

বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিল না। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং খুন-গুমের ঘটনা ঘটিয়েছে ফ্যাসিস্ট সরকার। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তাই জনসাধারণের সব অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here