আরও এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেলেন।

0
14

আরও এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেলেন।

বাংলাদেশ বর্তমান সময়ঃ ঢাকা গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলী প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হলে আদালত তা গ্রহণ করেন।

মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ দুপুরে আসামিদের ওই মিথ্যা মামলায় অব্যাহতি দেওয়া হয়।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি অ্যাডভোকেট এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here