খুলনায় বিষাক্ত জেলি পুশকরা চিংড়িসহ ২ জন আটক।
মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ৪ ডিসেম্বর রাতে খুলনা-মোংলা মহাসড়কের মৃধা কমপ্লেক্স এর বিপরীত রাস্তায় তল্লাশী চালিয়ে আসামী মোঃ শুকুর আলী শেখ (২৬), পিতা-মোঃ ইউসুফ আলী শেখ, সাং-নতুন বাজার (চর ভেঁড়িবাধ), থানা-খুলনা সদর; মোঃ আমজাদ শেখ (৫৫), পিতা-মৃত দলিল উদ্দিন শেখ, সাং-মাথাভাঙ্গা আশরাফুল সড়ক, থানা-লবণচরা, উভয় খুলনাদ্বয়’কে বিষাক্ত জেলি পুশকরা ৫০ কেজি চিংড়িসহ গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চিংড়ি মাছের ওজন বাড়ানোর জন্য তারা জেলি পুশ করার মতো অবৈধ পন্থা অবলম্বন করে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে লবণচরা থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা রুজু করা হয়েছে।