ডিবি কার্যালয় পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার।
মোঃ ইমদাদুল হক মিলনঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিবি কার্যালয় পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ বেলা ১০:০০ ঘটিকায় ৩৬, মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম সহ ডিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।