কুমিল্লা মহানগরীর কর্মী সম্মেলনে আমীরে জামায়াত।
মোঃ ইমদাদুল হক মিলনঃ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
-ডা. শফিকুর রহমানের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে এক কাতারে দাঁড়িয়েছেন। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিদেশি আগ্রাসন সহ্য করবো না। বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দেব, তবু এক ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এটি আমাদের কমিটমেন্ট।
৬ ডিসেম্বর শুক্রবার সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে মহানগরী জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা নামে বিভাগ না দেয়ায় পতিত সরকারের সমালোচনা করে আমীরে জামায়াত আরও বলেন, নামের কারণে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষের প্রতি জুলুম ও অসম্মান করা হয়েছে। দেশের এক ইঞ্চি মাটির প্রতি অবজ্ঞাকারী কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। যত তাড়াতাড়ি সম্ভব ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।