ইজতেমা ময়দান থেকে সন্দেহজনক ৯ চোর আটকঃ
মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ গত ৫ ডিসেম্বর ২০২৪ ময়ূর আবাসিক প্রকল্প এলাকায় অনুষ্ঠিত ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের টাকা পয়সা, মূল্যবান সম্পদ চুরি করার প্রাক্কালে মুসল্লির ছদ্দবেশে আগত সংঘবদ্ধ চোর চক্রের সদস্য মোসলেম মোড়ল (৬১),পিতা-কাউসার মোড়ল, সাং-হোগলাডাঙ্গা, থানা-হরিণটানা, জেলা-খুলনা, নাদিম সরদার (৫৪), পিতা-মৃত: শাহাবুদ্দিন সরদার, সাং-উলুকান্দি পশ্চিমপাড়া, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ সেলিম ( ৩৫), পিতা-মোঃ আমিনুর হোসেন, সাং-ধাপা ইকদারপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ শহিদ (৫৫), পিতা-মৃত: খালেক, সাং-চরমঙ্গল, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, নুরুল ইসলাম (৫৫), পিতা-মৃত: বুদাই মোড়ল, সাং-ঘনশ্যামপুর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ দুলাল (৫০), পিতা-মৃত: আব্দুল হক, সাং-বাঁশবাড়িয়া, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত: ইয়াকুব মোল্লা, সাং-শুভদ্রকাটি, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, মোঃ খোকন (৫৫), পিতা-আলাউদ্দিন মিয়া, সাং-উলুকান্দী পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ, মোঃ আজিজুল ব্যাপারী (৫৫), পিতা-মৃত: মকবুল ব্যাপারী, সাং-নেহালপুর মিস্ত্রীপাড়া, থানা-রূপসা,জেলা-খুলনাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।