শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

0
8

শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক চার পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর শাহজাহানপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-  মো: ছাইদুল ইসলাম (২৬),  মোঃ ওমর ফারুক (২০), মোঃ হৃদয় (২০) ও  মোঃ সোহাগ (২৬)।

শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪. রাত ১১:৩০ ঘটিকায় শাহাজানপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।

শাহাজানপুর থানা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় বাদী মোঃ আরিফুর রহমান তালতলা হতে মগবাজার যাওয়ার জন্য পায়ে হেঁটে রওয়ানা করেন। তিনি শাহজাহানপুর থানার আনসার ভিডিপি অফিসের বিপরীত পাশে রাস্তার উপর পৌঁছালে গ্রেফতারকৃতরা ধারালো চাকুর ভয় দেখিয়ে তার নিকট হতে টাকা-পয়সা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাদীর চিৎকারে শাহজাহানপুর থানার টহল টিম জনসাধারণের সহায়তায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় মোঃ আরিফুর রহমান নিজে বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা রুজু করেন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here