বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত রাখা হবে নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ।
মোংলা প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা।
একইদিনে খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন বিসিজি স্টেশন রুপসার জেটিতে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা এবং ভোলা জেলার ইলিশা লঞ্চঘাটে বিসিজিএস সোনার বাংলা জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে।