বিজয় অর্জনের ৫৪তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ।
মোঃ ইমদাদুল হক মিলনঃ বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর।
আজ (১৬ ডিসেম্বর) সকাল ৯.১৫ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের নেতৃত্বে এ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে ২ নাম্বার গেইটে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনসহ বিপুল সংখ্যক জনশক্তিবৃন্দ অংশগ্রহণ করেন।