ফুটবল টুর্নামেন্ট:
মোঃ ইমদাদুল হক মিলনঃ দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের উদ্যোগে ১৫ নভেম্বর বিকালে বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে বারাকপুর বনাম নন্দনপ্রতাপ এর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের শুভ উদ্বোধন করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। সমাজে মাদকের ভয়াবহতা থেকে দুরে থাকতে নতুন প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করতে আহবান জানান।
অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, বারাকপুর ইউনিয়ন চেয়ারম্যান-সহ বারাকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বহু লোকজন উপস্থিত ছিলেন।