Home Blog Page 25

বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক:

0

বিদেশী মদসহ ভারতীয় নাগরিক আটক:

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরীকে মাদকমুক্ত রাখতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ২৩ নভেম্বর রাতে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট এলাকা থেকে প্রসেনজিৎ সরকার (৩৬), পিতা-জীবন, থানা-বনগাও পেট্রোপুর, জেলা-নর্থ ২৪ পরগনা পশ্চিমবাংলা, ইন্ডিয়াকে ২ বোতল বিদেশী মদসহ হাতেনাতে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল সহ ০৪ জন আটক।

0

র‍্যাব-৬ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফেনসিডিল সহ ০৪ জন আটক।

মোঃ ইমদাদুল হক মিলনঃ  ২৪ নভেম্বর  র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প ও সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাঙ্গা এলাকায় অবস্থান করছে। তৎক্ষণাৎ উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইং ২৪ই নভেম্বর রবিবার  ১২.৩৫ ঘটিকায় যৌথ আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা গ্রামস্থ খালিশপুর টু হাসাদহ হাইওয়েতে অবস্থিত একটি ফিলিং স্টেশন সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে অবৈধ মাদকদ্রব্য ১৭৬ (একশত ছিয়াত্তর) বোতল ভারতীয় ফেনসিডিল সহ ০৪ (চার) জন মাদক কারবারি ১। মোঃ সালাম (৪৫), পিতা-মৃত আমির বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর, ২। মোঃ রফিকুল ইসলাম (৩৬), পিতা-আব্দুল মাবুদ, সাং-বৈদ্যনাথপুর, ৩ । মোঃ পলাশ (৩৪), পিতা-মৃত ইসহাক বিশ্বাস, সাং-বৈদ্যনাথপুর, ৪। মোঃ শামীম শেখ (৩২) পিতা-রুহুল আমিন শেখ, সাং-দৌলতগঞ্জ, সর্ব থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে অবৈধ ভারতীয় ফেনসিডিল-১৭৬ বোতল এবং ০৪ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

৩ বোতল বিদেশী মদসহ ১ জন আটক:

0

৩ বোতল বিদেশী মদসহ ১ জন আটক:

মোঃ ইমদাদুল হক মিলনঃ মাদকমুক্ত নগর গড়ার অভিযানে হরিণটানা থানা পুলিশ ২১ নভেম্বর রাতে জিরোপয়েন্ট থেকে সৌমেন মন্ডল (২৩), পিতা-প্রভাত মন্ডল, সাং-কৈখালি, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে ৩ বোতল বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃদ্ধ বয়সে ১৫ বছর জেল খেটেছেন খালেদা জিয়া।

0

বৃদ্ধ বয়সে ১৫ বছর জেল খেটেছেন খালেদা জিয়া।

মোঃ ইমদাদুল হক মিলনঃ কেবল ২ কোটি টাকা। এক ব‍্যাংক থেকে অন‍্য একাউন্টে ছিল কেন! খরচ হয়নি! শুধু এই অভিযোগ বৃদ্ধ বয়সে জেল খেটেছেন খালেদা জিয়া। ১৫ বছর ধরে তার আবাসস্থল, ছেলেদের বেড়ে ওঠার জায়গা ক‍্যান্টনমেন্টে নিষিদ্ধ ছিলেন তিনি।

শেখ হাসিনা এই তো সেদিন দম্ভ করেছিলেন ২০০৬ সালের সে সময়
“যেদিন আমাকে ক‍্যান্টনমেন্টের গাড়ী বাধা দিয়ে আমাকে হাটতে বাধ্য করেছিল খালেদা জিয়া আমি সেদিন পণ করেছিলাম যেদিনই সুযোগ পাব, সেদিন ই বার করে দেব! ওটা তো আমার বাপের জায়াগা, বাপ স্বাধীন না করলে আজ ক‍্যান্টনমেন্ট হত”

খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি টা এখন বহুতল ভবন । সেটাতে আর ফেরা যাবে না। তবে এই ফেরাটাও একটা ইতিহাসের চপেটাঘাত। একজন স্বসম্মানে, আর দম্ভকারী পলাতক, ফেরারী, আপন দেশে।
টাইমলাইনে থাকুক। রেখে দিলাম।

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদক তলব করেছেন।

0

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদক তলব করেছেন।

বাংলাদেশ বর্তমান সময়ঃ ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) মো: ইয়াছির আরাফাতের সই করা এক চিঠিতে এ তলব করেন।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো: ইয়াছির আরাফাতকে টিম লিডার করে তিন সদস্যের টিম গঠন করা হয়।

খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়।

0

খালেদা জিয়ার সঙ্গে ছাত্র আন্দোলনের নেতাদের কুশল বিনিময়।

মোঃ ইমদাদুল হক মিলনঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন ছাত্র আন্দোলনের নেতারা। আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কুশল বিনিময় করেন তারা।

এ সময় ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তিনটি ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়াও ২০১৮ সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে দেড় বছরের সময় সীমা দেওয়ার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন

0

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে দেড় বছরের সময় সীমা দেওয়ার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন

বাংলাদেশ বর্তমান সময়ঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে দেড় বছরের সময় সীমা দেওয়ার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, নির্বাচনের চেয়ে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের জন্য দেড় বছরের সময়সীমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয়। কেবল ইসলামী সরকার ক্ষমতায় গেলেই দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদমুক্ত হবে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন। আর রাসূল (সা.) এর আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার সম্ভব নয়। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নেই। আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ইসলামী দল ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে— অনেকেই এমন অপপ্রচার করে বেড়ান। তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। মানুষ কুরআনের পথে ফিরে আসলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র।

হাফেজ মাওলানা আব্দুর রহীম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, আল্লামা আশেকে এলাহী সাহেব, আল্লামা উবায়দুর রহমান খাঁন নদভী, আল্লামা খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

কুরিয়ার সার্ভিসে চুরির ঘটনায় ১৯ লক্ষাধিক টাকা উদ্ধারসহ কর্মচারী গ্রেফতার।

0

কুরিয়ার সার্ভিসে চুরির ঘটনায় ১৯ লক্ষাধিক টাকা উদ্ধারসহ কর্মচারী গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির একজন কর্মচারীকে চোরাইকৃত টাকাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো-মোঃ শওকত আলী (৩৫)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার  ২১ নভেম্বর  রাত অনুমান ০২.৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর  রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের ২য় তলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লক্ষ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে চোরকে শনাক্ত করা হয়। এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শওকত আলীর দেয়া তথ্য অনুসারে কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় চোরাইকৃত মোট ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত ডিএমপি কমিশনার।

0

থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার- নবনিযুক্ত ডিএমপি কমিশনার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি বলেছেন থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার।

বৃহস্পতিবার ২১ নভেম্বর  সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। নবনিযুক্ত পুলিশ কমিশনারের সভাপতিত্বে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশে কমিশনার বলেন, থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নগরবাসীরা যাতে সহজে, নির্ভয়ে থানায় যেতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রধান ও প্রথম কাজ হবে জনগণের সাথে ভালো ব্যবহার ও তাদের কথা শোনা এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এ ক্ষেত্রে যেকোনো ব্যত্যয় গ্রহণযোগ্য হবে না।

সভায় উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাগণের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যবহারে হতে হবে বিনয়ী কিন্তু আইন প্রয়োগে হতে হবে দৃঢ়।

মতবিনিময় সভায় কমিশনার বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান

0

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান।

মোঃ ইমদাদুল হক মিলনঃ এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ  বৃদ্ধি করা হয়েছে।জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনা করতে এক সমন্বয় সভা আজ বুধবার ২০ নভেম্বর দুপুরে সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকা এলাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী-অভিভাবকদের অধিকতর মোটিভেশন প্রয়োজন। এইচপিভি টিকার কোন পাশর্^প্রতিক্রিয়া নেই এবং এটি কিশোরীদের জন্য নিরাপদ। বিশে^র অনেক উন্নতদেশে এই টিকা অনেক আগে থেকেই প্রচলিত। টিকাটির বিষয়ে ভুলধারণা, অপপ্রচার ও গুজব দূর করতে চিকিৎসক, টিকাদানকারী ও ইতোমধ্যে টিকা নিয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে টিকাগ্রহণে ভীতি বা অনীহা প্রকাশকারীদের সচেতন করার উদ্যোগ নিতে হবে। সকলের সম্মিলিত চেষ্টায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যায়।

সভাপতির বক্তৃতায় সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার হওয়ার অনেক কারণ রয়েছে। তাই এই ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পেতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা গ্রহণ অত্যাবশ্যক। সরকার নির্ধারিত সময়ের মধ্যে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সকল সীমাবদ্ধতা চিহিৃত করে তার সামাধান করতে হবে।

সভায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব।

উল্লেখ্য, বিশে^ প্রতি দেড় মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। যাদের ৯০ শতাংশ বাংলাদেশের মতো নি¤œ-মধ্য আয়ের দেশের অধিবাসী। নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১১জন এরোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেশে প্রতিবছর প্রায় ছয়হাজার পাঁচশত ৮২জন নারী এরোগে মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব। গত ২৪ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।