খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
মোঃ ইমদাদুল হক মিলনঃ গতকাল ০৯ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৫ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম শীতকালীন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। একই সাথে ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করা থেকে বিরত থাকার জন্য বলেন। এরপর বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরী জীবন শেষে ১৪ জন পুলিশ সদস্যের বার্ধ্যক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। একইসাথে তাদের অবসরকালীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের সমিষ্টিগত যে কোনো সমস্যা শুধু কল্যাণ সভাতেই না যেকোনো সময় কর্তৃকপক্ষের নজরে আনলে তাতক্ষণিকভাবে তা সমাধান করার চেষ্টা করা হবে। খুলনা মাহনগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।