Home Blog Page 6

অপমৃত্যু মামলা তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী, ঘাতককে গ্রেফতার।

0

অপমৃত্যু মামলা তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী, ঘাতককে গ্রেফতার।

মোঃ ইমদাদুল হক মিলনঃ গত ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ০৮:০০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ডিউটি অফিসার কোতোয়ালী থানায় ফোন করে জানান রাজধানীর সদরঘাট থেকে সালাউদ্দিন নামক এক ব্যক্তি অচেতন অবস্থায় এক নারী ও তার শিশু সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চলে যায়। কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাতনামা নারীকে মৃত ঘোষণা করে এবং শিশু সন্তানটিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সংবাদ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ঐ নারীর পরিচয় সনাক্ত করে। ঐ নারীর স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোল্লাহাটে যোগাযোগ করা হলে তার ভাই হাসপাতালে এসে মরদেহ সনাক্ত করে এবং জানা যায়, তার নাম মাধুরী বিশ্বাস (৩৬) ও চিকিৎসাধীন তার কন্যা শিশু শ্রেষ্ঠা (০৭)। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ ভিকটিমের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং চিকিৎসাধীন শ্রেষ্ঠাকে নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করে। ঐ ঘটনায় ৬ ডিসেম্বর ভিকটিমের বড় ভাই নারায়ন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

অপমৃত্যু মামলা রুজু হওয়ার পর থানা পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত আরম্ভ করে এবং জানতে পারে আট বছর পূর্বে খুলনা জেলার তেরখাদা থানার পিংকু মজুমদারের সাথে মাধুরী বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ে শ্রেষ্ঠাসহ মাধুরী বিশ্বাস গত ২৮ নভেম্বর ২০২৪ খ্রি. সকালে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বাগেরহাট এর উদ্দেশে রওনা হয়। এরপর মাধুরী ও তার শিশু কন্যার আর কোনো খোঁজ মেলেনি।

অপমৃত্যু মামলা রুজু হবার পর তথ্য প্রযুক্তির সহায়তায় কোতোয়ালী থানা পুলিশ বিধান দাস নামক একজন সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পায়। এরই প্রেক্ষিতে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে বিধান দাসকে গত ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. মঙ্গলবার রাত ০৩:০০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার থ্রী এ্যাঙ্গেল ডক এলাকা হতে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বিধান দাস পুলিশকে জানায়, তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা এলাকায়, সে একটি বাল্কহেড এর ইঞ্জিন শ্রমিক। ঘটনার ৪/৫ মাস আগে তার জাহাজের একজন কর্মচারীর নিকট সে মাধুরীর মোবাইল নম্বর পায় এবং তাকে কল করে। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং সম্পর্ক পরকীয়ায় রুপ নেয়। মাধুরী বিধানকে বিয়ের জন্য চাপ দেয় কিন্তু সে রাজি হয় না। বিধান জানায় সে ছুটিতে বরিশাল যাবে। তখন মাধুরীও বরিশাল যাবে বলে জানায়। ২৮ নভেম্বর মাধুরী বাবার বাড়ী বাগেরহাট যাওয়ার জন্য বের হয়ে মেয়ে শ্রেষ্ঠাকে নিয়ে খুলনা থেকে বাসযোগে বরিশাল গমন করে এবং একইদিন বিধান ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। ঐদিন বিকেল ০৩:০০ ঘটিকায় বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ডে তাদের দেখা হয় এবং স্থানীয় এক আবাসিক হোটেলে কক্ষ ভাড়া করে অবস্থান করে। ২৯ নভেম্বর বিধান মাধুরীকে হোটেলে রেখে পটুয়াখালী যায়। ইতোমধ্যে বিধান তার পারিবারিক কাজ নিয়ে ব্যস্ততার কথা বলে পটুয়াখালী অবস্থান করে এবং মাধুরীকে জানায় সে যেন পটুয়াখালী চলে আসে। সেখান থেকে তারা একসাথে ঢাকা যাবে। এদিকে বিধান পরিকল্পনা সাজাতে থাকে কিভাবে মাধুরীকে তার জীবন থেকে সরানো যায়। ৪ ডিসেম্বর সকাল বেলা দশমিনা বাজারের নলখোলা বন্দরের একটি দোকান থেকে ঘাস মারার কীটনাশক ঔষধ ক্রয় করে। ৪ ডিসেম্বর বিকাল ০৩:৩০ ঘটিকার সময় বিধান, মাধুরী ও তার শিশু কন্যা শ্রেষ্ঠাসহ কালাইয়া লঞ্চঘাটে আসে এবং বিধান লঞ্চের একটি কেবিন ভাড়া করে। কেবিনে উঠার কিছু সময় পর মাধুরী শ্রেষ্ঠাকে নিয়ে বাথরুমে গেলে বিধান পূর্ব-পরিকল্পনা মোতাবেক তার পকেটে থাকা বিষ একটি পানির বোতলে ভরে কেবিনের বক্সে রেখে দেয়। লঞ্চ ছাড়ার পর খাওয়া দাওয়া শেষে শ্রেষ্ঠা ঘুমিয়ে পড়লে বিধান ও মাধুরীর মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং বিধান মাধুরীকে গ্যাস্ট্রিকের ঔষধ বলে পূর্ব পরিকল্পনা মোতাবেক বিষ মেশানো পানি পান করতে দেয়।

মাধুরী জানায় শ্রেষ্ঠারও গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাই ওকেও ঘুম থেকে ডেকে বিষ মেশানো পানি খাওয়ায়। ঔষধ খাওয়ার পর দুজনই দুইবার বমি করে। এতে মাধুরী ও শ্রেষ্ঠা কিছুটা দুর্বল হয়ে পড়ে। পরদিন ৫ ডিসেম্বর সকাল অনুমান ০৫:০০ ঘটিকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছাতে বিধান, মাধুরী ও শ্রেষ্ঠাকে নিয়ে টার্মিনালে আসে। তাদেরকে এক জায়গায় বসিয়ে খাবার আনার কথা বলে বিধান যাত্রবাড়ী তার জাহাজে চলে যায়।

পরবর্তীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি সদরঘাট লঞ্চ টার্মিনালের ৪নং গেইটের সামনে তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাধুরীকে মৃত ঘোষণা করেন এবংতার শিশু কন্যা শ্রেষ্ঠাকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসার সুবিধার্তে শ্রেষ্ঠাকে তার আত্বীয়স্বজন গোপালগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে সে ১৪ ডিসেম্বর মৃত্যুবরণ করে।

গ্রেফতারকৃত বিধানদাসকে আসামী করে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার দায় স্বীকার করে সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

খুলনার আড়ংঘাটায় ফেন্সিডিলসহ ১ জন আটক:

0

খুলনার আড়ংঘাটায় ফেন্সিডিলসহ ১ জন আটক:

মোঃ ইমদাদুল হক মিলনঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল  ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার  বিকালে শলুয়া বাজার থেকে মঞ্জুয়ারা বেগম (৪২),পিতা-মৃত ওসমান গনি, সাং-তেঘরি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-আলতাপোল, থানা-কেশবপুর, জেলা-যশোরকে ৫০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপনঃ

0

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপনঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ বর্ণাঢ্য আয়োজনে খুলনা জেলা স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের শুরুতে তোপধ্বনি, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়ানো কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীর চর্চার মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এবারের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি দেশব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

বধ্যভূমি স্মৃতিসৌধে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদনঃ

0

বধ্যভূমি স্মৃতিসৌধে পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদনঃ

মোঃ ইমদাদুল হক মিলনঃ আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিনান্স) আবু রায়হান মোঃ সালেহ-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুনাক’র শ্রদ্ধা।

0

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুনাক’র শ্রদ্ধা।

মোঃ ইমদাদুল হক মিলনঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুনাক সভানেত্রী আফরোজা হেলেন আজ সোমবার সকাল নয়টায় পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় পুনাক’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ।

0

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ।

মোঃ ইমদাদুল হক মিলনঃ মহান বিজয় দিবস’২৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল যোগদান করেন। সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মাদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, ডিএমপি কমিশনারের শ্রদ্ধা।

0

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি, ডিএমপি কমিশনারের শ্রদ্ধা।

মোঃ ইমদাদুল হক মিলনঃ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

তাঁরা আজ সোমবার সকাল সাড়ে আটটায় পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম দেয়। তখন বিউগল বেজে উঠে।

প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এ সময় আইজিপি বাহারুল আলম, বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ আলমগীর আলম উপস্থিত ছিলেন।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি বাহারুল আলম, বিপিএম। এ সময় ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ আলমগীর আলম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সবশেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ তাঁর সাথে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ পুলিশের ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ সকল স্তরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় অর্জনের ৫৪তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ।

0

বিজয় অর্জনের ৫৪তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ।

মোঃ ইমদাদুল হক মিলনঃ বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর।

আজ (১৬ ডিসেম্বর) সকাল ৯.১৫ মিনিটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের নেতৃত্বে এ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি নগরীর লালখান বাজার থেকে শুরু হয়ে ২ নাম্বার গেইটে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনসহ বিপুল সংখ্যক জনশক্তিবৃন্দ অংশগ্রহণ করেন।

বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত রাখা হবে নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ।

0

বিজয় দিবস উপলক্ষে উন্মুক্ত রাখা হবে নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ।

মোংলা প্রতিনিধি : মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষ্যে মোংলায় সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা তুরাগ সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর এই যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে মোংলার দিগরাজ কোস্টগার্ড বেইসে সমুদ্রগামী যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন দর্শনার্থীরা।

একইদিনে খুলনার খান জাহান আলী সেতু সংলগ্ন বিসিজি স্টেশন রুপসার জেটিতে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা এবং ভোলা জেলার ইলিশা লঞ্চঘাটে বিসিজিএস সোনার বাংলা জনসাধারনের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হবে।

মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলো কোস্টগার্ড ।

0

মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করলো কোস্টগার্ড ।

মোংলা প্রতিনিধি: সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে অসুস্থ যাত্রীর চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড৷

রবিবার ১৫ ডিসেম্বর (২০২৪) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত ১৩ ডিসেম্বর (২০২৪) একটি পর্যটক দল ‘এমভি দি ক্রাউন’ নামক জাহাজে করে খুলনা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে গমন করে এবং গত ১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রাত ১২ টা ১৫ মিনিটের সময় কটকায় অবস্থানকালে জাহাজে অবস্থানরত যাত্রী রহিমা আক্তার (স্বামী ডাঃ ফেরদৌস রহমান সরকার, স্বাস্থ্য অধিদপ্তর) এর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট চিকিৎসা সহায়তার অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সমুদ্রে অবস্থানরত বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ নোয়াখালী হতে একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার সহ ওই পর্যটকবাহী জাহাজে গমন করে। পরে মেডিকেল টিমটির মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান করা হলে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এতে অবস্থানরত পর্যটক এবং জাহাজ কর্তৃপক্ষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সকলে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য যে, ট্যুরিস্ট সিজনে সাধারনত এধরনের জাহাজগুলি সমুদ্র তীরবর্তী সুন্দরবনের গহীন এলাকায় গমন করে থাকে। উক্ত এলাকাসমূহে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দূর্গম এবং জরুরী চিকিৎসা সেবা দেওয়া অত্যন্ত দুরুহ বিষয়।

তিনি আরো বলেন, জনগণের সেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত ছিলো এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।